২০+ সেরা গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট - Bhairab IT Zone

আমাদের সাথে যোগাযোগ করুন

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনকে অনলাইন জগতে সবচেয়ে সম্ভাবনাময় ভান্ডার বলে অভিহিত করা হয়। তাই যতো দিন যাচ্ছে ততোই গ্রাফিক্স ডিজাইনারের সংখ্যা কেবল বেড়েই চলেছে। এখানে নিত্য নতুন সৃজনশীলতা উদ্ভাবন করার অনেক উপায় রয়েছে, তার জন্য আপনাকে অনেক চর্চা, সাধনা ও পরিশ্রম করতে হবে। 

বিভিন্ন ফ্রিল্যান্সিং অনলাইন প্ল্যাটফর্মে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা আকাশচুম্বী। বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, ফটোশপ, ফ্যাশন, কোম্পানির ব্র্যান্ড প্রমোশন ইত্যাদিতে এই গ্রাফিক ডিজাইনারদের ব্যাপক চাহিদা রয়েছে।

এই ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে নিজের ক্যারিয়ার গড়তে চান অনেকেই, কিন্তু সবাই ই সফল হয় না। একজন ভালো ডিজাইনারের কাছে গ্রাফিক্স ডিজাইনার হওয়ার মানেটা হচ্ছে এমন একটা স্বপ্ন যার মাধ্যমে তারা তাদের আনন্দ, স্বাচ্ছন্দ্য ও মেধাকে ইচ্ছেমতো সৃজনশীলভাবে ফুটিয়ে তুলতে পারবে। তার জন্য অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া যে কেষ্ট মিলে না এটাই তার জলজ্যান্ত প্রমাণ। হোক সেটা অনলাইনে কিংবা অফলাইনে।

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো ?

তাই আজকে আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত ওয়েবসাইট এর লিস্ট নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে আপনারা খুব সহজেই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। সেই ওয়েবসাইট গুলোকে আমি দুইটি সেক্টরে ভাগ করেছি একটা হলো ফ্রী গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট যেখান থেকে আপনি বিনামূল্যে তাদের টিউটোরিয়াল, কোর্স এবং ভিডিও দেখে প্র্যাক্টিস করতে পারবেন। আরেকটি হলো পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইটযেখান থেকে আপনি অর্থ পরিশোধ করার মাধ্যমে প্রিমিয়াম লেভেলের কোর্স, টিউটোরিয়াল এবং ভিডিও দেখে প্র্যাক্টিস করার পাশাপাশি সার্টিফিকেটও অর্জন করতে পারবেন। তাহলে চলুন, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক –   

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং এ কোন ধরণের কাজ করবেন?

১। ফ্রী গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট

  • ইউটিউবঃ ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার কথা উঠলে সর্বপ্রথম সবার মাথায় ইউটিউবের কথা ই আসে। ইউটিউবে এমন কোনো কোর্স নেই যা সম্পর্কে কোনো টিউটোরিয়াল পাওয়া যাবে না। সব ধরণের কাজের গাইডলাইন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তাই ইউটিউব আপনার জন্য একটা মাধ্যম হতে পারে ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। 
  • স্ম্যাশিং ম্যাগাজিন এন্ড সিক্স রিভিশন্সঃ স্ম্যাশিং ম্যাগাজিন সাইটটিকে মূলত ওয়েব ডিজাইনারদের জন্য আল্টিমেটাম সাইট হিসেবে তৈরী করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইনাররাও এখান থেকে সব ধরণের সুবিধা নিতে পারবে। এই SMASHING MAGAZINE ওয়েসাইটটিতে ওয়েব ডিজাইনিং এর যাবতীয় শাখার সকল রিসোর্স সম্পর্কে যত তথ্য আছে তা এখানে সার্চ করলেই পাওয়া যাবে। https://www.smashingmagazine.com/   এই সিক্স রিভিশন্স ওয়েবসাইটটি মূলত স্ম্যাশিং ম্যাগাজিন ওয়েবসাইটটির নেটওয়ার্কের আওতাভুক্ত আরেকটি সাইট যেখান থেকে স্ম্যাশিং এর মতোই সুবিধাদি ভোগ করতে পারবেন। https://www.webfx.com/blog/web-design/
  • ফুয়েল ব্র্যান্ড নেটওয়ার্কঃ ওয়েব ডিজাইনিং সম্পর্কিত যাবতীয় তথ্য, খবরাখবর, টুলস, টিউটোরিয়াল ও আপডেট সহ সবকিছুই পাওয়া যায় এই ফুয়েল ব্র্যান্ড নেটওয়ার্ক নামক ওয়েবসাইটটিতে। http://www.fuelbrandnetwork.com/
  • এনভাটো টাটস প্লাসঃ যারা ইতোমধ্যে গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত আছেন বা কাজ করছেন তাদের অধিকাংশই এই সাইট টির সাথে পরিচিত। এই টাটস প্লাস ওয়েবসাইটটি হলো পৃথিবীর সবচেয়ে বড় গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন সম্পর্কিত তথ্য ও পন্য বিক্রির একটি সাইট। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ পন্য ও ডিজাইন বিক্রি হয়। তার সাথে বিশ্বের বড় বড় গ্রাফিক্স ডিজাইনাররা তাদের ভিডিও টিউটোরিয়াল ও আর্টিকেল বিনামূল্যে শেয়ার করে থাকেন এবং যেকোনো ধরনের সাহায্যের জন্য পোস্ট করলে তারা রেসপন্স করে থাকেন।  https://tutsplus.com/
  • আব্দুজিডোঃ গ্রাফিক্স ডিজাইনে যাদের সবেমাত্র হাতে খড়ি হয়েছে তাদের জন্য এই আব্দুজিডো নামক ওয়েবসাইটটি একদম পারফেক্ট। এখানে ফটোশপ এবং ইল্যুস্ট্রেটরের সমস্ত টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এছাড়াও এখানে হাজার হাজার গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল এবং ব্লগ পাবেন যেগুলো মনোযোগ দিয়ে পড়লে ও বাসায় প্র্যাক্টিস করলে আপনি খুব অল্প দিনেই সবকিছু আয়ত্ত করে ফেলতে পারবেন। https://abduzeedo.com/tutorials
  • গ্রাফিক্স ডিজাইনার টিপসঃ গ্রাফিক্স ডিজাইন শেখার অন্যতম সেরা ওয়েবসাইট হলো গ্রাফিক্স ডিজাইনার টিপস। নতুনরা যাতে সহজেই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারে এবং শেখার পর সেটার সুবিধা ভোগ করতে পারে তার জন্য বিশ্বের বিখ্যাত গ্রাফিক্স ডিজাইনার Stephen Looney এই ওয়েবসাইটটি তৈরি করেন। ছোট একজন গ্রাফিক্স ডিজাইনার হতে কিভাবে তিনি একজন এসএমএল নামক একটি কোম্পানির মালিক হলেন তার সব অভিজ্ঞতা, দক্ষতা, টিপস, মন্তব্য, ভিডিও, আর্টিকেল ও টিউটোরিয়াল শেয়ার করে থাকেন তার ওয়েবসাইটে। https://graphicdesignertips.com/
  • লুন ডিজাইনঃ মালয়েশিয়ার এক যুবক কাইলুন নামের ডিজাইনার যার কিনা ড্রয়িং এবং গ্রাফিক্স ডিজাইনিং এর প্রতি চরম আসক্তি সে ই মূলত এই লুন ডিজাইন নামক ওয়েবসাইটটি তৈরি করেন। বলে রাখা ভালো তিনি ‘এনভাটো টাটস প্লাস’ এ অনেক বছর যাবত কাজ করে আসছেন। তার এই লুন ডিজাইন ওয়েবসাইটে একজন নতুন ডিজাইনারকে কিভাবে প্রফেশনাল পর্যায়ের একজন ডিজাইনার বানানো যায় সে সম্পর্কে পুরো টিউটোরিয়াল সিরিজ আকারে দেওয়া আছে। https://kailoon.com/
  • ফটোশপ স্টারঃ এটা একটি পুরোনো ওয়েবসাইট। এই সাইটটি গত ১৭ বছর যাবত সফলভাবে কাজ করে যাচ্ছে। এই ফটোশপ স্টার ওয়েবসাইটটিতে অনেক গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস সহ আরোও অনেক কিছু রয়েছে যা বিভিন্ন ডিজাইনারদের উপকারে এসে থাকে। https://photoshopstar.com/?fbclid=IwAR0I-vcDk5XVjNoYWtF_QZQos4cs74BN1upQcn-LF3IHqGeyOqwhtUvso-8   
  • ফটোশপ টিউটরঃ এটিও একটি ফটোশপ ভিত্তিক আরেকটি জনপ্রিয় সাইট। এখানে টিউটোরিয়াল ও বিভিন্ন রিসোর্সের ভিডিও এবং আর্টিকেল পাওয়া যায়। http://www.pstut.info/
  • ফটোশপ রোডম্যাপঃ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত যাবতীয় টিউটোরিয়াল পেতে এই সাইটের জুড়ি মেলা ভার। https://photoshoproadmap.com/  
  • পিএসডি টাটসঃ এই সাইটটিকে সম্পূর্ণরুপে ফটোশপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটা ফটোশপ এবং পিএসডি টাটস+ এর সমন্বয়ে বানানো সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি বিনামূল্যে অনেক সার্ভিস পেয়ে যাবেন। https://design.tutsplus.com/
  • দ্য বেস্ট ডিজাইন্সঃ বাছাইকৃত সেরা কিছু গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইটগুলোর মধ্যে এই সাইটটি অন্যতম। বেস্ট ডিজাইন এবং ওয়েবডিজাইনিং এর উপর তথ্যসমৃদ্ধ আরোও একটি ওয়েবসাইট। http://www.thebestdesigns.com/
  • ওয়েব ডিজাইনার ওয়ালঃ ট্রেন্ডিং ডিজাইন্স, টিউটোরিয়ালস, ডিজাইন ইন্সপেরিয়েশন্সের জন্য অসাধারণ একটি সাইট যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। https://webdesignerwall.com/tag/photoshop-tutorials?fbclid=IwAR3Jw_vAX_FndXIWvt_9a6aeO-tl42o5MzqkO6sWeEFWKOgaC6-HjKYyeMg
  • ওয়েব ডিজাইন লেজারঃ বিশ্বের যত প্রফেশনাল ওয়েবডিজাইনাররা আছেন তারা প্রতিনিয়ত এই সাইটটিতে তাদের ব্লগ ও আর্টিকেল শেয়ার করে থাকেন। তাছাড়া তাদের মন্তব্য ও বিভিন্ন টিপসও এখানে শেয়ার করে থাকেন। এই সাইটটিকে মূলত ওয়েবডিজাইনারদের জন্যই বানানো হয়েছে। https://webdesignledger.com/?fbclid=IwAR2U8762OdmYjGxiXE8n1yBRx8qf53u5cn-S01Q9IYMUHdg2ce7lZDPLxdk
  • ভার্লিস ব্লগঃ বিভিন্ন বিষয়ে পারদর্শী হওয়ার জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটটিই হলো ভার্লিস ব্লগ। ওয়েব, হোম ও গ্রাফিক্স ডিজাইন সহ আরোও অনেক ধরণের টিউটোরিয়াল পেয়ে যাবেন এই সাইটে। https://veerle.duoh.com/?fbclid=IwAR04YJrd2HnURCltM4NovUiHu_NYVbu7fm5QkNyb2vKWeWmlzZ33N4eOw4w
  • ফোলিও ফোকাস এন্ড ব্লগ ডিজাইন হিরোসঃ পোর্টপোলিও ডিজাইন করার জন্য ফোলিও ফোকাস ওয়েবসাইটটি একদম পারফেক্ট। আপনি এখান থেকে অসাধারণ সব পোর্টপোলিও ডিজাইনের গ্যালারী পেয়ে পাবেন যা দিয়ে আপনার ডিজাইনে অন্য মাত্রা আনতে পারবেন। https://foliofocus.com/   ব্লগ ডিজাইন হিরোস ও ফোলিও ফোকাস একই নেটওয়ার্কের আওতাধীন বিধায় তাদের ফিচার সংখ্যাও প্রায় একই রকম এবং এদের পোর্টপোলিও ডিজাইনের গ্যালারীগুলোও খুবই ভালো তার সাথে অনুপ্রেরণামূলকও বটে। https://blogdesignheroes.com/   
  • আলিসন ডট কমঃ অনলাইন প্ল্যাটফর্মে আলিসন ডট কম ওয়েব সাইটটিতে আপনি ফ্রিতে অনেক গুলো কোর্স করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। এখান থেকে আপনি অনেক গুলো কোর্সে দক্ষতা অর্জনের পাশাপাশি সার্টিফিকেটও পাবেন, যেটাকে ভবিষ্যতে চাকুরীর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। https://alison.com/course/graphic-design

এখানে যে কোর্স মডিউলগুলো পাবেন তা হলোঃ

  • Introduction to graphic design
  • Graphic design history
  • Design Process
  • Design Elements
  • Course Assessment

সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ৮০% বা এর উপরে মার্ক পেতে হবে অন্যথায় আপনার সার্টিফিকেট আসবে না। এখান থেকে আপনি যে তিন ধরণের সার্টিফিকেট পেতে পারেন সেগুলো হলোঃ

  • Digital Certificate
  • Physical Certificate
  • Framed Certificate

তো এই ছিলো ১৮+ ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট এর নাম এবং তাদের কার্যাবলী।

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং- এ দক্ষ হওয়ার জন্য কি কি করবেন?

২। পেইড গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট

  • ইউটিউবঃ অনেক সময় কিছু প্রতিষ্ঠানের স্যারেরা অনলাইনে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করানোর সময় সেগুলো ভিডিও করে রাখেন এবং সেগুলোকে পরে ইউটিউবে আপলোড করে থাকেন। তারপর কিছু কিছু ভিডিও পাবলিক করে বাকি ভিডিও গুলোকে প্রাইভেট করে রাখেন এবং সেগুলো দেখার জন্য যখন ভিউয়ার্সরা রিকুয়েস্ট করে তখন তিনি সেগুলোকে তাদের জন্য পাবলিক করার বিনিময়ে অর্থ দাবী করেন। সেগুলোকে অনলাইন ইউটিউব পেইড কোর্স বলে।
  • ইউডেমি – ইন্ট্রোডাকশন টু গ্রাফিক্স ডিজাইনঃ যেকোনো কোর্সের জন্য সবচেয়ে বড় এবং সেরা প্ল্যাটফর্ম হলো ইউডেমি। https://www.udemy.com/topic/graphic-design/ আপনি এখান থেকে সব ধরণের গ্রাফিক্স ডিজাইনিং কোর্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারবেন। কিন্তু এখানে বেশি কিছু ফ্রি তে পাওয়া যায় না, এখানে বিশ্বের বড় বড় প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা ক্লাস নিয়ে থাকেন। তাই সেই কোর্স গুলো করার জন্য আপনাকে তাদের ঠিক করে দেওয়া নির্দিষ্ট পরিমাণের অর্থ পরিশোধ করতে হবে। তবে এখানে আপনি কিছু কিছু ব্যসিক আলোচনা এবং ভিডিও ফ্রিতেও দেখতে পারবেন। যেমন – https://www.udemy.com/topic/graphic-design/free/
  • স্কিলশেয়ার ডট কমঃ এই ওয়েবসাইটটিও ‘ইউডেমি’র মতোই অনলাইনে করতে হয় এবং বিশ্বের বড় বড় গ্রাফিক্স ডিজাইনাররা তাদের অভিজ্ঞতা ও টিপস শেয়ার করে থাকেন। এখান থেকে কোর্স করতে হলে আপনাকে অবশ্যই তাদের মেম্বারশীপ কিনতে হবে, কারণ এখান থেকে আপনি ফ্রিতে শেখার মতো কিছুই পাবেন না। আপনি যদি টাকা খরচ করে ভালো মানের কোর্স করতে চান তাহলে আপনার জন্য স্কিলশেয়ার ডট কম হবে সেরা অনলাইন কোর্স প্ল্যাটফর্ম। https://www.skillshare.com/browse/graphic-design
  • লিংকডইন লার্নিংঃ এটা একটা প্রিমিয়াম লারনিং প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি প্রফেশনাল লেভেলে গ্রাফিক্স ডিজানিং এর উপর প্রশিক্ষন নিয়ে সার্টিফিকেট অর্জনের মাধ্যমে কোর্স সম্পন্ন করতে পারবেন। এখানে আপনি প্রথমে ১ মাসের জন্য ফ্রি ট্রায়াল দিতে পারবেন, যদিও ১ মাস পর আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতেই হবে। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আপনি মাসে মাসে পরিশোধ করতে পারবেন আবার বছরে এককালীনভাবেও পরিশোধ করতে পারবেন। https://www.linkedin.com/learning/paths/become-a-graphic-designer
  • কম্পিউটার আর্টসঃ এই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ওয়েবসাইটটি থেকে কিছু কিছু অংশ ফ্রিতে ডাউনলোড করা গেলেও এর পুরোটা কিন্তু ফ্রি নয়। আপনি যদি পুরো কোর্সটি করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাকা পরিশোধ করে তারপর কোর্সটি সম্পন্ন করতে হবে। https://www.creativebloq.com/computer-arts-magazine

আমাদের শেষ কথা

আমি গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে যতটুকু রিসার্চ করে পেয়েছি তার সবটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। সবশেষে আমার একটাই রিকমান্ডেশন থাকবে, আর সেটা হলো আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হোন এবং টাকা খরচ করতে না চান তাহলে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হবে ইউটিউব। এখান থেকেই আপনি যা শিখবেন তা দিয়ে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গড়তে পারবেন। আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুভ হোক।